একা একা চাঁদ দেখার উপলব্ধিটাই আলাদা!
এতে করে চাঁদকে গভীরভাবে অনুধাবন করা যায়...
কারণ, চাঁদনী রাতে বসে বসে বোঝলাম,
চাঁদের একাকিত্ব আছে বলেই চাঁদ এত সুন্দর!

আমাবস্যা যদি কালো না হতো,
তবে পূর্ণিমা এতো সুন্দর হতো না।
দূর, বহুদূরে, নির্জনে জ্বলছে সে একা একা,
স্বার্থবিহীন কিরণ বিলায় ধরণীরও বুকে...

আমি নিজেকে হারিয়ে খুঁজি ঐ জোনাকি পোকার আলোয়!
জোছনা রাতের শেষ প্রহরে, যেথায় আলোরা করে লুকোচুরি!
পুকুরের জলে ঢেউয়ের সাথে কথা বলে চাঁদ,
নিজের একাকিত্বের গাঁথা গেয়ে যায়...

এমন মিতালী রজনী রাতে, চাঁদের সাথে,
হৃদয়ের অন্ধকারের পথ দেখায়!
চাঁদের আলো শুধু রাতের অন্ধকারকে নয়,
হৃদয়ের মাঝেও রঙিন আলো বিলায়...
©ফয়সাল
১৩/০৩/২০২৫ইং
সকল স্বত্ব সংরক্ষিত