গাজাবাসী
চারিদিকে বন্দি মোরা, হে দুনিয়াবাসী,
রক্তে লালে লাল গাজা! লাগে কেন দোভাষী?
মৃত্তিকাতে মিশে একাকার আশ্রয়স্থল বা ঠাঁই,
নিজ গৃহে নিগৃহীত কূল নাহি পায়!
না আছে চাল-চুলা, আটা, ময়দা, পানি,
আছে শুধু বিভীষিকা, বেঁচে থাকার গ্লানি!
অসম যুদ্ধে নেতিয়ে পড়ে ক্ষুধার্ত দেহের খুঁটি,
সারাদিনেও জোটে না এক ফালি রুটি!
পক্ষাঘাতে কাতরায় মোরা, ভাঙা চিকিৎসালয়!
মানবিকতার হরেক কথন, ইহা কেমনে সয়?
©ফয়সাল
সকল স্বত্ব সংরক্ষিত
১০/০৩/২৪ইং