দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাড়ায় সিন্ডিকেটে,
গরীব, দুঃখী, ছন্নছাড়া সবার পকেট কাটে!
বাজার যেন অগ্নিরূপে গা শিউরে ওঠে,
নানান জনের অজুহাতের নেই তো অভাব বটে!
নিত্যপণ্যের প্রয়োজনটা তাদের হাতে জিম্মি,
চাল-ডাল, ডিম, আলু আজ হয়ে গেছে দামী!
খেয়ে না খেয়ে অর্ধপেটে থাকুক মানুষ ভাই,
দিন-রাতে সিন্ডিকেটে টাকার পাহাড় গড়ে যায়!
হাড়ভাঙা পরিশ্রমে কৃষাণ করে কষ্ট,
মজুদদার করে মজুদ তুলে নেয় মিষ্ট!
বাজার দরের তালিকাতে ঘুড়িয়ে চলে ছড়ি,
সুযোগ বোঝে রাঘব-বোয়াল হয় যে দেশান্তরী!
©ফয়সাল
২৮/০৯/২০২৩ ইং
সকল স্বত্ব সংরক্ষিত