কে দেখিস নি কাল মেঘ?
এখনি দেখ,
জমে আছে বেশ
এখনই নামিবে বৃষ্টি
না জানি আবার শুরু হয় ঝড় তুফান।


বুক করছে ধুক ধুক,
কত অজানা অশনি সংকেত।
পশ্চিম আকাশে দেখ;
চেয়ে গেছে কাল মেঘে, গোধূলি সন্ধ্যায়।
আরো শুনি মেঘের গর্জন।
না জানি কোথায় হয় বজ্রপাত
কোন সে গ্রামে?


এমনি ঝুপঝুপ শব্দে শুরু হল বৃষ্টিপাত
চলছে মুষলদারে বৃষ্টি।
শুরু হল উতাল হাওয়া
উড়ে যাচ্ছে সব।


উড়ে যাচ্ছে টিনের চালা
কত যে কান্না কাটি করছে গাছপালা।
তবু নির্দয় উতাল হাওয়া;
দৌড় দিচ্ছে রকেটের গতিতে
আরো বেশি দ্রুত দৌড় দিচ্ছে মোর মন
পুরানো দিনের স্মৃতি খুঁজে ফিরে।