প্রতিটি সকালে ছড়ায় দ্যুতি সৌর রশ্মি

জাগায় সতেজতা প্রত্যেক প্রাণের স্পন্দনে

চর্ম স্পর্শ করে বয়ে যায় ভোরের হাওয়া

চতুর্দিকে বেজে ওঠে কর্ম  চাঞ্চল্যতা  ।



চক্ষুনেত্র মেলেই দেখি তরূছায়া মিতালী

হ্রদয় হাসানো আলো - আঁধারের লুকোচুরি ।

পাহাড় - নদীর পরপাড়ে হাজার মাইল ব্যাপী

ভ্রমণ করিলে দেখিবে সৌন্দর্যের লীলাভূমি  ।