বাংলা ভূমির মসজিদে রোজ

মুয়াযযিনের আযান ভাসে

হিম কুহেলির পরশ নিয়ে

তসবি পড়ে বাঙ্গালি  কূল  ।

বঙ্গ ভূমির সাগর পাড়ে

কুরআন শিখে, হাদিস শিখে  ;

মহান আল্লাহর কালিমার তরে

লাল - সবুজের পতাকা ধরে ।

জন্মভূমির গুলবাগে, নবীজির (স.) মহান শানে

দরূদ পড়ে জীবন গড়ে

সাম্যবাদ প্রচার করে

সুখি - সমৃদ্ধ দেশ গড়ে  ।

কে শুনাচ্ছে প্রেমের বাণী ভ্রাতৃত্বের মর্ম  বিধান

কে মিলাচ্ছে হিন্দু - মুসলিম পূর্ব - পশ্চিম বিশ্ব জাহান

এই তো মোদের জীবন বিধান

বিশ্ব দলিল কুরআন বিধান ।

বঙ্গ দেশকে স্মরিলে মনে

অন্তরটা মোর প্রশান্ত হয় ।

ধ্যানের ছবি, রূপের কবি,

শিল্পিদেরই আঁকা ছবি

ইনসাফেরই পূণ্য ভূমি

পেয়ারা নিশান সবুজ আসান

মানব অধিকারের বিজয় কেতন

উড়ছে কার মিনার চূড়ায় ---

এই তো মোদের বাংলাদেশ যে বাংলাদেশ  ।।