সুপ্ত কী যেন মিহি মিহি
মিশে মিশে এ অন্তরে!
অনুভবে অনুকরণ ছলে
আমি খুঁজে পাই প্রশান্তি,
যখনই মন প্রাণ সঁপে দেই।
ঐ গগণে পূর্ণ চন্দ্র যেমন
নিশিথে এ স্বপ্নচারীকে সঙ্গ দেয়।
তোমায় সাথী হিসেবে পাই
যখনই একাকী আমি,
ঘুরি ফিরি বাতাসে উড়ে উড়ে
সকল অমানিশা ছিন্ন করে।


আমি কিন্তু ভুলে যাই
সব বিষণ্ণতা, শুধু তব স্তুতি গাই
লুকিয়ে থাকি প্রস্রবণের ধারে
হেরি শুধু পর্বতের গোধূলি আলো !


এই সৃষ্টিকূলের দর্শনার্থী
পাই শুধুই প্রশান্তি,
মোচড়ে পড়া ব্যাথা  
এমনকি ফিনকি প্রসৃত ক্ষীণ
টলটলে শোনিত
কিছুই আমি বুঝি না'ক
যতক্ষণ থাকি তোমায় লীন।
লোভনীয় প্রার্থনা আমি করি না'ক
অবাধ্য যৌবন বেলায়,
শুধু চাই সারাটি জীবন ভর
গোলাপের পাপড়ির মতো
যেন ভেবে ভেবে হেরি তব সৃষ্টিকর।
কিন্তু দংশিত আমি, পাপাসক্ত নয়নে হেরি
অনন্ত নির্গত ব‍্যথাতুর নয়নরাজি
অধ:পতিত অনাগত ভবিষ্যৎ,
তাঁদের কল‍্যাণ দাও,হে মহিমাময়!


অশ্রু শুধু মোর নয়নে
অবারিত ভালবাসায়,
তিক্ত ব‍্যথা, জ্বলন্ত জীবন
দূর কর হে মহান।