তুমি কি জানো?
তোমার ওই নেশা ভরা চোখে
আমি হারাই রোজ।
তোমার কথার যাদুতে
আমি মুগ্ধ হই প্রতিবার!
আমার বড্ড নেশা হয়
আমি আমার সব সীমানা পেরই!
সব ভুলে আমি যেনো তোমার মাঝেই হারাই!

আমি বাঁচি তোমার নেশায়!
আমি বাঁচি তোমারি আশায়, সপ্নেতে,
ভালবাসায়।