আমার অশ্বত্থ দিন ।। মুহাম্মদ সাঈদ


নির্ঘুম রাতের স্বত্ব লিখে দেব যারে,
আসছে আষাঢ়ে;
তার সাথে দেখা নেই,চুপিচুপি কথা নেই-
এই পারাপারে!


অঝোর শ্রাবণে,যার হাতে রেখে হাত,
বৃষ্টি ছুয়েছি,
তার ছায়া নেই,মুঠোভরা মায়া নেই-
খুব কাছাকাছি।


ভাদ্রে ভালোবাসে,যখন রেখেছি আমি,
জলের নোঙর,
তখন দেখেছি চেয়ে,দীর্ঘ একঘেয়ে-
পিরিতের ঘোর!


আমার অশ্বত্থ দিন,নিদ্রাহীন কোনো
আশ্বিনের শেষে,
যদি ঝরে যায়,শিউলি তলায় তবে
যাক ভালোবেসে!