আমি তোমার কথাই বলছি।। মুহাম্মদ সাঈদ


এক বিষন্ন সন্ধ্যার গল্প বলছি- তখন আমি সবেমাত্র সতেরোর দুরন্ত কিশোর; এক লাজনম্র কিশোরীর কথা বলছি- যখন উদাস রাত্রি ছিল একান্ত ঘুমঘোর। আমি আমার কথাই বলছি মুখোমুখি রেখে নিকষ কালো অমাবস্যা-মধুপূর্ণিমা আর ধুপগন্ধময় এই মলিন শহর।


আমি সেই শতবর্ষী বৃক্ষের কথা বলছি-ক্যাস্টেড্রাল সার্ভে থেকে আজো বর্তমান,কালের বৃদ্ধ বনসাই;পবিত্র স্রোতের কথা বলছি যখন ঢেউয়ের মোরাকাবা রেখে গেছে মহাকালের মোজেজা- আমি তোমার কথাই বলছি কোনো ঘোরপ্যাঁচ নেই একদম সোজা।


আমি সাড়ে তিনশত বছরের ইতিহাস ঘেটে বলছি- বানের জলে ভেসে আসিনি;অতল গাঙ্গের ভাঙ্গনে বহু ভিটেহীন মানুষের মত আমিও ছুটেছি পাড়াগাঁয়ে
তোমাকেই বলছি তিলোত্তমা শহর থেকে নিয়ে শেষে ছুটি
আউশের ভাতের পরান ভরেনা,নগরে সিদ্ধ আটার রুটি