চিরকুট।।মুহাম্মদ সাঈদ


আমি জন্মান্ধ প্রেমিক!
শব্দান্ধ দরজার কাছে রেখে গিয়ে কালের চিরকুট
দেখেছি অদৃষ্টের ভর্ৎসনা-তৈজসের একান্ত চিৎকার!
আমি উদভ্রান্ত রৌদ্রের মত মুখপোড়া রমনীর মুখে
শুনেছি সমালোচনা বহুবার,বিশ্ব বিধাতার!


সরল সন্ধ্যায় সহসাই ভেঙে দেখি শৈশবের বাঁকে
বার্ধক্যের বলিরেখা যৌবনের মহাসঙ্গীত
সুরম্য প্রাসাদের মোহ জ্বলে পুড়ে হয় ছারখার
আমি শুনেছি বিষাদ রাতের শ্লোক,বিন্যস্ত কথার গাঁথুনি
সামলে রেখে শোক ঢেকে রাখে ক্ষুধার পাহাড়!


কর্পূর উৎসবে ঢাকা পড়ে আছে কবিতাপাড়া
বহুদিন দেখিনা বাইজীর নাচ,চিকন কোমরে শিকলের ছল
মখমলে ঢেকে রাখা দেহ শরীরের দারুণ বাহার
আমার উদারশূণ্য পূর্ণ যত পাথরের শ্লোক
উত্তাপ ছড়িয়ে যায় লিখে রেখে দুঃখ হাহাকার!