যেখানে বৈভব তোমার।। মুহাম্মদ সাঈদ


তুমি কি কেবলই ভালোবাসা,না'কি তার চেয়ে বেশি কিছু-
আজন্মকাল হেঁটে যাচ্ছে সুবোধ সময় তার পিছুপিছু!
তুমি,কি শুধুই অনুভব,সব বৈভবে তোমার দখল
না-কি দুর্বোধ দর্শনে মুছে দাও,পৃথিবীর কোলাহল!


তুমি কি অঘ্রানের রোদ,ঘ্রাণের বারান্দায় দাঁড়িয়ে থেকে
অনুভূতির ডালপালা কেটে শূন্য করে দাও একে একে।
তুমিকি শ্রাবনের আকাশে অগণন জলের অধিকারে
হেঁটে যাও গহীন ডাঙায়,ঘোর সন্ধ্যায় এই পারাপারে!


তুমি কি কেবলই শুধু তুমি,তিলে তিলে গড়া তিলোত্তমা
স্নিগ্ধতার সুষমা ছড়াও,নীরবতায় কাঁদো নিরুপমা