খড়িমাটি।। মুহাম্মদ সাঈদ


সুনন্দা,চলো এ শহর ছেড়ে পালাই
অশ্বগন্ধার হাঁটে;
খড়িমাটি দিয়ে লেখি গোপন জিজ্ঞাসা!


শালুকের মালা গেঁথে যারা হেঁটে গেছে দূরের তালুকে
অসুখের শ্লোগান তুলে দিয়েছে একটানা ঘুম
পুরো মৌসুম ল্যাম্পপোস্টের নিচে যারা রাত কাটায় নির্দ্বিধায়
সরোবরে শোনে শাস্ত্রীয় সঙ্গীতের তাকধুম তাকধুম!


সুনন্দা চলো এই ইসকাপনের সভ্যতায়
আমাদের সমস্ত আয়োজন দ্বিখন্ডিত করি টেক্কায়
তুরুপের বিরুপ স্বভাবে সম্মোহিত করি সচলায়তন
বিশ্বাসের বাহুধরে একটু নিঃশ্বাস নেই!