মধুরিমা -১।। মুহাম্মদ সাঈদ


আমাকে শোনাও গান;বুকে চেপে অভিমান যত-
বিনয়ের সাথে বলি,এইসব দৃঢ় আখ্যান
ফিরে যাবে একদিন,একফোঁটা শিশিরের মত
তোমার অলস দিন ;কুশনের কৈবর্ত শিথান।


সুরের মাধুর্য তুমি ;ঐশ্বর্যের মাঝামাঝি বাস
পয়ারে মিলাও এসে মাধুকরী জলের নোঙর
তুমি ছাড়া এই আমি;বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
বুকের জমিনে ব্যথা এলোমেলো সমস্ত অক্ষর।


সামনে পিছনে তুমি ;ছুটে চলি আমি মধ্যমায়
কালের কলস বেঁধে একতারা সারিন্দা সেতারে
যদি মেলে পরিত্রাণ ;মিটে গেলে সম্পর্কের দায়
দু-চোখে শ্রাবণ নামে,দিশেহারা দুঃখের আষাঢ়ে


মধুরিমা এসো তবে,লিখে যাই গীতিকবিতায়
তোমার আনন্দ দিন,কবি হয়ে জন্মানোর দায়!