মধুরীমা -২।। মুহাম্মদ সাঈদ


তোমার সৌরভ মেখে,আজ যারা দেয় হাততালি
ভোরের সবুজ ঘাসে,আনকোরা পায়ের পতনে
একদিন এই তারা,দিয়েছিল যতসব গালি
বেহায়া বংশ গৌরবে,পৃথিবীর আদিঅন্ত টেনে।


হতাশায় নামে রাত,তবু আমি আগের মতই
তোমার খবর রাখি,ধুয়ে মুছে মান অভিমান;
দেখি ধান খেতে গান গায়,বহু নতুন চড়ুই
আমার উপেক্ষা নিয়ে,আমারেই করে পাঠদান।


শুধু আমিই থাকিনা,সভাষদ হয়ে সম্ভাষণে
রসদে ঘাটতি তাই,চেয়ে দেখি দূরের আকাশ;
কুশনের অংশীদার,অন্যকেউ তোমার শিথানে
মুখোশ মানুষ হয়ে,একসাথে করে বসবাস।


তবুও আশায় আছি,মুছে যাবে দুরত্বের সীমা
মুখোমুখি হও যদি,একদিন প্রিয় মধুরীমা!