সৃষ্টির আহবান
          মুহাম্মদ সাঈদ


যমুনাবতী,সময়ের ঊষালগ্ন পেরিয়ে এসো
পৃথিবীর মোহনায়
অন্তরীক্ষে কানপেতে আরও একবার শুনিই না হয়;
স্রস্টা আর সৃষ্টির আহবান,
একজন পৃথিবীপতির কেবলই জয়গান,তুলি দুজনায়!
আকাশে বাতাসে,গোপনে প্রকাশ্যে শুধু তার নামে
সমস্ত মঙ্গলগীত হোক এই ধরাধামে।


যমুনাবতী,এসো পৃথিবীর সব উপকূলে বিছায়ে দেই
দিবালোকের সমস্ত আয়োজন
একজন মহাস্রষ্টার আত্মদর্শন খুজি দুজনায়
নিভৃত কিংবা সমাদৃত উত্তরপুরুষের
পারলৌকিক সমস্তমোহ ভুলে যাই আপাদমস্তক,
এই গ্রহলোকে শুধুমাত্র স্রস্টা সাধনে
দুজনায় দীর্ঘপথ হাটি ঊষালগ্নে!


যমুনাবতী, পৃথিবীর অসঙ্গতি নিয়মের কিছু জটিলতা
বিবিধ বন্দনায়;কোন এক আরতির কালে
এসো উচ্ছেদ করে দেই সমূলে
সব পঙ্কিলতা, পাপাসক্ত অন্তরের বিষ,
শুভাশিসে ধুয়ে মুছে দেই,সহজেই
সহজাত শুভাকাঙ্ক্ষী খুজে নিয়ে রোজ
ঊষালগ্ন হতে!