সুঘ্রান।। মুহাম্মদ সাঈদ


তোমাকে দিলাম মেয়ে শরতের কাশফুল
হিজল,তমাল,কদম,জারুল,সাইকাস দেবদারু বন
শতাব্দীর সব ভালোবাসা জুড়ে তোমার আলোড়ন
তুলে দিলাম আকাশ,বাতাস,মৃত্তিকা,অন্তরীক্ষে
প্রতিটি সবুজ পত্র পল্লবে সহস্র শতায়ু বৃক্ষে!


তোমাকে দিলাম অভিমানের সব রাত,সব খুনসুটি
জোছনার স্নিগ্ধতা, সকালের রোদেলা বাতাস
শরতের স্নিগ্ধ আকাশ! শিশির সিক্ত দুর্বাঘাস
সোনালী ধানের ক্ষেতের মধুর সুঘ্রাণ
একজোড়া হলদে পাখির প্রভাতের ঘুমভাঙানি গান!


তোমাকে দিলাম মেয়ে হৃদয়ের সমস্ত জমিন
নদীর নাব্যতা! পাহাড়ি বাহারী পথ সীমাহীন
কঙ্করের আদ্যোপান্ত তাওতো দিলাম
এক মায়াবী ঝর্ণায় ভিজায়ে নিতে কোমল শরীর
তোমার যখন ইচ্ছে এসো নিরালায়!


তোমাকে দিলাম মেয়ে নিরানন্দ সুখ
আমায় আনন্দে রাখার কালজয়ী বিলাসী অসুখ
সমস্ত উপমা জুড়ে গড়ে দিয়ে তোমার প্রতিমা
নিরুপমা;আমি একেলা সামন্তহীন নিঃসহায়
এই বিশ্ব চড়াচড়ে পাশে রেখো তুমিও আমায়!