ওই দেখ ওই এগিয়ে আসছে মুক্তির মিছিল!
তাদের প্রতিরোধের নেই কারো দিল!
তারা এসে ভাঙলো শিকল ও খিল।
এসব ঘটনা দেখেছে সারা নিখিল।


হে জাতি! আর কত অন্ধকারে?
আলোর মিছিল যে ডাকে বারেবারে।
এখনো জাগোনি তুমি? এখনো পড়ে
আলোহীন নির্জন পাপ সাগরে।


জেগে ওঠো জাতি আজ জেগে ওঠো বীর
ভেঙে ফেলো আছে যতো আঁধারের নীড়।
আলোকের দ্বার খোলে ফিরে আসো আর
রেখো নাকো কাছে কভু পাপ ও আধার।


ডাকছে আলোর মিছিল, ডাকছে তোমায়!
পড়ে থেকো না আর বুলেট-বোমায়!
হয়নি সময় এখনো শেষ গোধূলির!
এখনো জেগে ওঠো, হয়ে ওঠো বীর।


ডাক আসে আলোকের, ডাক আসে মুক্তির!
আঁধারে পড়ে থাকা নয় কোনো যুক্তির।
লোহার শিকল যতো হবে আজ ভাঙতেই।
আঁধার কেটে হবে আজ আলোটাকে আনতেই।