স্বপ্ন মানে
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা


স্বপ্ন মানে আশার আলো।
স্বপ্ন মানে অনেক ভালো।
স্বপ্ন হলো ওই আকাশের চাঁদ-
ছোঁয়ার জন্য মন উন্মাদ।


এ জগতে স্বপ্ন কে না দেখে ভাই?
অল্প হলেও স্বপ্ন দেখে সবাই।
কারো স্বপ্ন ভিন্ন,
কারো স্বপ্ন ছিন্ন,
কারো স্বপ্ন অন্য,
কারো স্বপ্ন ধন্য।
কারো কারো স্বপ্ন আবার একটুখানি নাই-
তারা ব্যস্ত জীবনের সাথে করতে লড়াই।


স্বপ্ন হাজার থাকতে পারে,
এমনি সফল হবে নারে।
চেষ্টা তুমি করতে পারো।
স্বপ্ন পূরণ হবে কারো কারো।
স্বপ্ন যদি লক্ষ্য বানাও তবে-
স্বপ্ন কি আর স্বপ্ন রবে?


সবাই কি আর সফল হবে?
চেষ্টা করে দেখো তবে।
স্বপ্ন মানে ইচ্ছে
স্বপ্ন মানে কিচ্ছে
স্বপ্ন মানে চাচ্ছো
স্বপ্ন মানে পাচ্ছো
পেতে হলে যেতে হবে দূর্গম পথ ধরে।
একটুখানি কষ্ট করে আসতে পারবে না সরে।