হ্যা- হ্যাঁ, আমি ফিরে এসেছি আজ তোমাদের কাছে
পি- পিঞ্জর থেকে বেরিয়েছি আমি চলব নতুন ধাচে।
নি- নির্ঝরিণী প্রবাহে হাঁটে, শশ্য শ্যামল ফুল
উ- উড়কি ভেসে দেশ ফিরায়ে তথৈবচ দুল।
ই- ইদারার জলে স্নান করিব, সাজবো নতুন সাজে
য়া- আড়ালে দাঁড়িয়ে, ধারালে ছাকিয়ে থাকব ব্যস্ত কাজে।
র- রঙিন হাসিতে, বাঁশের বাঁশিতে উঠবো আমি জেগে
দু- দুলনায় চরে দুলব আমি ছুটব নবীন বেগে।
ই- ইংরেজীদের জন্ম আমি, ইংরেজীদের কথা
হা- হাজার বছর ধরে রেখেছি ইংরেজীদের প্রথা।
জা- 'জাগ-গান' চালে, নৃত্য ডালে করবে আমায় বরণ
র- রঙিন চারিতে, আশার আড়িতে দেখবে আমার ধরন।
চৌ- চৌহান ভেসে, উড়তি কেশে হাঁটব নিয়মিত
দ- দলছুট দল, দম্ভই বল থাকবে যে যার মত।
দ- দরিয়ার নাও, যাও চলে যাও, দাঁড়িয়ে থাকবে কত?


প্রকাশ: মাসিক কাব্যকলি, জানুয়ারি- ২০১৪