একদিন আমি
রাস্তায় নামি
কনকনে শীতের সকালে,
ঘুমে দুই শিশু
গায়ে নেই কিছু
দেখে চোখ ওঠে মোর কপালে।


ভ্যান গাড়ির পিঠে
ঘুমুচ্ছে বটে
দেখছেনা তাহদের কেউ
নিষ্ঠুরতার
পরিচয়ে পার
হয় সদা দুনিয়াটা। এও!


ডেকে তুলিলাম
কি তোদের নাম?
করলাম আমি জিজ্ঞাসু
কোনে তোর বাড়ি,
গেলি নাকি হারি?
এখানেতে কীভাবে আসু?


বলল তাহারা
হারাইনি মোরা
চোখে জল, আর্তনাদ কণ্ঠে
খাওয়াতে না পেরে
বাপ-মায়ে মোরে
ঠেলে বের করে দেয়- ভুনটে


কি বলে এসব!
এও কি সম্ভব
বাংলাদেশের জমিনে?
খাবার অভাবে
বাছাদের তবে
রাস্তায় ঠেলে দেয় ক্ষণে।


দয়া-মায়াহীন
বাংলার গহীন
নিষ্ঠুরতায় যেন ভরা
শত্রু এ দেশের-
এ দেশই ফের
নিশ্চুপ, নির্দয় ধরা।