সকাল বেলা এক কাপ রং চা চাইই চাই,
তোমার হাতের বানানো চা ছাড়া চলবেই না।
চায়ে চুমুক দিতে দিতে, তোমার দিকে তাকাতেই মুচকি হাসিতে বেণী করা চুল দেখানোর ভঙ্গিমা বুঝে নিবো।
রাতে ই যে চুলের খোপার বাঁধন খুলেছি,
যার ঘ্রাণ আমায় মোহিত করেছিল।
চা পান শেষ না হতেই, তোমার প্রশ্ন; এবার ছুটিতে কোথায় ঘুরতে যাচ্ছি?
তোমার চাওয়াতেই সিদ্ধান্ত নিবো।
পশ্চিমা দের হাওয়াই না হোক আমাদের সোনার চর তো হবেই।
হতে পারে সেন্ট মার্টিনও।
আর বিকেলে?
হ্যাঁ, সেতো আমরা ঘুরবো ই।
ছোট নদীর পাড়, আমার গ্রাম,
যেখানে আমার অস্তিত্ব, আমার সূচনা।
গ্রামের মানুষগুলো আমাকে ভালোবাসে, আমি গ্রামকে।
আর তুমিই তো সেই গ্রামকে ভালোবাসবেই।
নদীর পাড়ের সবুজ ঘাসের রাস্তায় কিন্তু একটু হাঁটবো,
হাতে হাত রাখা রঙ্গিন হিজাব পরিহিত সে তুমিটা হবে অনেক সুন্দর।
আমি গান গাইতে না পারলেও,
রাস্তায় হাটতে হাটতে, তোমার অনুরোধে একটা কবিতা না হয় শোনাবো।।