আচমকা প্রশ্ন করতে ইচ্ছে কর ছিলো,
তুমি কি মোনালিসা?
না এমন সাহস আমার হয়নি,
আমি নাকি নতুন করে প্রেমিক হওয়ার যোগ্যতা হারিয়েছি?
ভাবনাগুলো এক কেন্দ্রিক হওয়া চাই,
আজীবন একই চুলের ঘ্রাণ নিতে হবে সন্তুষ্টিচিত্তে,
কেউ একজন এভাবেই বলেছে;
আপাতত মেনেও নিয়েছি।


মোনালিসা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলাম,
উঠেই মোবাইল হাতে নিতেই দেখি গুগলে সার্চ বক্সে লেখা, "মোনালিসার হাসির রহস্য"।
পড়া হয়নি,
অজান্তেই ঘুমিয়ে পরা বেশ পুরনো অভ্যাস।


প্রচণ্ড ক্ষুধা নিয়ে রেস্তরাঁর দরজায় দাঁড়িয়ে আবিষ্কার করলাম,
একজন মোনালিসা।
কয়েক সেকেন্ড নির্বোধের মত তাকিয়ে ছিলাম।
হাসি হাসি চোখ ,
চিন্তাশীল নাকি মুচকি হাসি দেয়া মুখ
ঠিক বুঝতে পারিনা।
আচমকা প্রশ্ন করতে ইচ্ছে করেছিলো,
তুমি কি মোনালিসা?
অভিনেত্রী নয়,
লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসা।।