ভেবেছিলাম একসাথে আকাশ দেখবো;
দূর বারান্দায় তোমার ছবি আঁকবো।
ভেবেছিলাম পায়রার পাড়ে
আকাশ লালিমায়
মুগ্ধ করা হাসির ঝংকার
বেণী করা চুলের সুবাস;
স্বপ্ন বোনা আর তোমায় নিয়ে গল্প লেখা।
গ্রামের মেঠো পথ,
দখিনা ঢেউ খেলা ধানক্ষেত
সরিষা ক্ষেতে র হলুদ মুগ্ধতা
তোমার হলুদ শাড়ি;
ছবি তোলা আর গল্প গুলো জমবে অনেক।
সমুদ্র বিচে হাঁটতে গিয়ে,
ভেজা বালুতে বসে
তোমার নামটি লিখে,
তোমার সুরে ছন্দ হবে।
তোমার মাঝে চাঁদের ছায়া
আকাশ পানে তারার মেলা;
তোমার আলো তারায় তারায় ছড়িয়ে দিব।