গভীর শূন্যতা হবো তার অনুভবে।
আছড়ে পরা ঢেউয়ে সমুদ্র সলিলে
কেবল আলতা রাঙ্গা পা ভিজতে লবে
সুরে সুরে মিলে যাবে নীলাম্বরী নীলে।
অবেলায় যত্নের ফুল শুকা বে টবে,
শাপলা কুড়োতে গিয়ে সাতলার বিলে
জোছনার আলোতে মনের মনজিলে
স্মৃতির পাতায় অনুরাগ অনুভবে।


বেঁচে থাকা বুঝি সুখ হতো এই ভবে,
স্বচ্ছন্দে বিদিত মেজাজের অভিপ্রায়
প্রেমের সুর ছন্দ পেত না অন্তরায়,
জনম জনম ভরে তুমি হয়ে রবে।
অধরা গল্প রা মিলে যাবে তব সবে,
সুখের গল্প দের ফিরে পাবে নীরবে।