বসন্তের প্রথম ছোঁয়া
- মুহিব হাসান মাহি


আকৈশোর লালিত স্বপ্ন ছিলো
একবার বসন্ত নিয়ে কেউ  বসুক,
আমার চির শীতার্ত পাশে;  হোডতোলা রিকশায় !
তাঁর স্পর্শে আমার শরীর শিহরিত হোক,
অন্য অনেক যুগলের হিংসে হোক।
কোনো পথিক মুগ্ধ হয়ে বলুক, "বাহ ! মানিয়েছে বেশ।"


সেদিন স্বপ্ন সত্যি হয়ে  বসন্ত এসেছিলো,
তুমি বসেছিলে আমার পাশে হোডতোলা রিকশায়।
আমার সমস্ত শরীরে তিলেতিলে জমা হওয়া হিমালয় খসে পড়েছিলো
তোমার কোমল বাহুর প্রথম স্পর্শেই !

আমার অনভ্যস্ত শরীর
তোমার স্পর্শ পেয়ে
কেঁপে উঠেছিল কয়েকবার।
তোমার ঘন নিঃশ্বাস,
চোখের দুর্বোধ্য মুগ্ধকর চাহনি,
আমার বুকের জমিনে রোপণ করেছিলো
ভালোবাসার অবিনাশী চারা।