প্রকৃতিতে শীত আসে পৌষ আর মাঘে,
আর মনে শীত আসে তোমার বিরহে।
প্রকৃতির শীতে আমি কাবু হইনা,
কিন্তু মনের শীতে আমি গুটিয়ে যাই একদম ।


মনে শীত আসলে আমি আর আমি থাকি না,
হয়ে যাই গাঢ় কুয়াশাচ্ছন্ন এক দেশ ।
এক অদ্ভুত শীতনিদ্রায় আমি তলিয়ে যাই,
অন্তরে বাহিরে বিরাজ করে বিরহীর বেশ ।


তাই প্রকৃতির শীত আসুক প্রতি পৌষ আর মাঘে,
মনের শীত দূরে থাকুক চির বসন্তের অনুরাগে । ।