পাড়ার দুষ্টু ছেলে আমি
উঁকি মেরেছিলাম তোমার জানালায়,
সেদিন বিকেলটি ছিলো তোমাতে রাঙানো
অপলকে দেখেছিলাম শুধু তোমায়!


কঁপালে লাল টিপ
বেণীতে ঠাই বনের জবা ফুল,
আলতাও পায়ে ছিলো হয়তো
কি জানি বুঝেছিলেম কি ভুল!


ওষ্ঠদ্বয় রাঙা ছিলো
কানেতে ছিলো দুল,
চরণে নুপুরের আওয়াজও শুনেছিলেম হয়তো
কি জানি শুনেছিলেম কি ভুল!


দুষ্টু তো দুষ্টু চোখেই দেখেছিলাম তোমায়,
তোমার তমালে হারিয়েছিলেম বেশ!
আটকিয়ে গিয়েছিলেম হয়তো কোন এক সুরভী মায়ায়।


আচ্ছা, তুমি সেই মেয়েটি নয়তো
যে এসেছিলো মোর তন্দ্রা ঘরে,
আমি কিন্তু স্পর্শ করেছিলেম তোমায়
দুষ্টু তো কিছুটা দুষ্টুমি করে!!