বসিয়া থাকিয়া ঘরে
যায়না কিছু শেখা ,
অজানাই রহিবে সব
যদি নয়নে না হয় দেখা ।


ফেলিতে হইবে সম্মুখে দ্বি-চরণ
করিতে  হইবে পণ ,
অজানাকে জানিব ই
যতই লাগুক দিন
মাস আর ক্ষণ ।


শিখিবে তত যতই পড়িবে
কথাটা কিন্তু সত্যি ,
রূদ্ধ নেত্রে শিখিয়াছই তা !
স্বীয় কর্মে হে তোমার
আদৌ পাবে কি কোন ভিত্তি ?


পাবে ভিত্তি তবেই আশা রাখ
যদি শিখিবে যখন
দেখিবেও তখন
করিতে জ্ঞান অন্বেষণ ;
হইতে জ্ঞানী হয়ো ডুবুরী , হয়ো সন্যাসী
যদি ঘুরতেও হয় বন ।


পাইবে গতি পদ হে তোমার
যদি জ্ঞান খুজিতে থাকো,
দেখিবে অনেক অজানাকে
যদি লোচন খোলা রাখো ।


হইলে সাধক জ্ঞানের তুমি
জ্ঞান চাতক-মন,
ধীরলয়ে তুমি করিতে থাকিবে
নব জ্ঞানার্জন ।