রৌদ্রজ্জল দিনের কোন এক বিকেল বেলা
হাঁটিতেছি একা ,
দেখছি প্রকৃতির যত রূপ-মায়াময় খেলা ।
কাঁপিছে দ্বিচরণ মোর হাঁটিতে
কিসের যেন তরে ,
ওহে সে ঝিঝি পোকার
বিদঘুটে আওয়াজ ;
ডাকছে ভয়াল সকল সুরে ।
দেখিতেছি কত পাখি
তাদের দলবল ,
প্রকৃতিতে কেহ নেই যেন আজ
শুধু তাহাদেরই কোলাহল ।
কিযে মধুর সুর ঐসব বিহংগ হতে ,
হাঁটিতেছি তবুও শুনিতেছি
মোর দু কর্ণ পেতে ।


পুলকিত মোর লোচন দেখিয়া
প্রকৃতির আজব সকল খেলা ,
আরও পুলকিত !
দেখিয়া প্রকৃতির বিচিত্র সব
নব সাজের মেলা ।


কত অজানা অচেনা ফুটিয়াছে ফুল ,
দুলিতেছে তাহারা সুরভীসহ
হইয়া প্রকৃতির দুল ।
শুনিতেছি আমি বিচিত্র শত সকল
পাখির গান ,
আহা! কি এ শুধা ! জুড়ায় মোর
মন-প্রাণ ।


ঘরেতে নাহি যাইব আজ
দেখিব প্রকৃতির বাঁধভাঙ্ঘা সকল উল্লাস ।
শুনিব পুলকে কোকিলের কুহুকুহু তান
জুড়াবে মোর আখিঁ দেখিয়া
কাকের অতৃপ্ত স্নান ।