হিম কুয়াশা পড়ছে
শীতে খোকা কাঁপছে
গায়ে দিয়াছে তাই উত্তরী
শীতে গেলামগো বোধহয় মরি !
বলিতেছে খোকা ,চিৎকার করি করি ।


শুনিতে পাইয়া মা রান্নাঘর হইতে
তেড়ে আসিল ছোট এক লাঠি হাতে ,
যা ঘরে যা ।
না শুনিবার করিয়া ভান
আজ সে করিবেনা স্নান
সর্দি লাগাতে সে চায়না ।


দেখিল খোকা অদূরে লোকেরা
পোহাচ্ছে মজার আগুন ,
দিল দৌড় সেদিক পানে
পোহাতেই হবে আগুন ।
আগুন পাইয়া বলিল খোকা
হায়রে সাধের শীত !
তোমা কাছেই হারিলাম মোরা
তুমিই পাইলে জিত ।


উহ : কি ঠান্ডা !
কিযে বিশ্রী মরার শীত !