কতদিন হইলো আব্বারে দেহিনা;
বাজারের ব্যাগডা লইয়া
আব্বারে আর আইতে দেহিনা হাইঞ্জা বেলায়।


একবার আব্বার লগে বাজারে যাইয়া হারাই গেছিলাম,
তহনি বুঝছি আব্বা আমারে কতডা ভালবাসে!


এহন প্রতিডা রাইতেই আব্বার কথা মনে পড়ে
স্বপ্নে আইয়ে কোনদিন, নাইলে চোখে কেবল ভাসে;
আসলেই, কতদিন হইলো আব্বারে দেহিনা।


আব্বার কড়া চোখেই বড় হইছি
যা শিহনের তার থেইকাই শিখছি,
কই! এহন তো আর হেই চোখ নাই!
আইচ্ছা কওছানি, আব্বারে কই গেলে পাই?


আব্বার হাতের বাড়ি খাইয়া ছুডু থেইকা বড় হইছি
তাই এট্টু ভালা মানুষ আছি,
যা ভালা কিছু আছে আমার মইধ্যে
আব্বার লাইজ্ঞাই তা পাইছি!



--সংক্ষেপিত--