অনেক বছর পর!
মুখোমুখি দুইজোড়া চোখ,
অপলক দৃষ্টি হয়তো ক্ষণিকের
ছেলেটির কাঁপছিলো দুরু বুক।


আমি তাহারে দেখিয়াছি
সেই বহুকাল আগে হয়তো,
কই!  কোন পরিবর্তন নেই
আগের ই মতন ই সে সেইতো।


শত অনুভূতির প্রথমা তুমি
উত্তর শত প্রথম প্রশ্নেরও,
ক্যানভাসের সেই সুমধুর অতীত তুমি
ফিরেছিলাম অতীত কয়েক লয়ে হয়তো আবারো।


ওহে রমণী!  তুমি অকুণ্ঠ মোর জপ
উত্তর খুঁজি,  তুমি ই কি ছিলে সব?


আমি এথায় আছি,  আছিও হেথায়
তুমিও তো আছো,
স্বপন!  মন ক্যানভাসে মোর
সতেজ হয়েই সদা বাঁচো।