বিজয়ের এই দিনে প্রজন্ম
বুকে নিয়েছে আদর্শ
সকাল হতেই ৩৩ তোপধ্বনি
বুক ভরে যায় গৌরবে
কি ছিল এই দেশ মহান মুক্তিযুদ্ধ জানে
৩০ লক্ষাধিক শহীদের রক্তে
মিশে আছে আমাদের সবার প্রাণে
মুক্ত আকাশে নিশান ডিসেম্বরে
হায় হায় ফিরে নি পিতা তার
প্রতিক্ষায় সন্তান কবে দেখবে তাকে
মায়ের মুখে শোনে আর আসবে না ফিরে
পিতারই অবদানে আজ বিজয় ডিসেম্বরে।
ব্যানেটের আগাতে ক্ষত বিক্ষত মৃত দেহ
ভেসে উঠে পদ্মা মেঘনার কোলে
হাস্যজ্বল মৃত্যুঞ্জয়ী বীর সায়িত
জয় বাংলা বলে  স্বউচ্চস্বরে।
বৃদ্ধ দাদু স্বপ্ন দেখে সিউরে উঠে
কি দেখলাম সন্তানের বুকে
শত্রুর দেওয়া প্রতিটা আঘাত
বাংলা মায়ের অশ্রুসিক্ত চোখে।
আজ মুক্ত আকাশে হাজার মায়ের সন্তান
চির সবুজ আর রক্তিম বৃত্তে
বেঁচে থাকুক আজীবন বাংলাদেশ
বিশ্ব দরবারে স্বগৌরবে ১৬ ডিসেম্বরে।