অতীত , স্মৃতি , সব শেষ
তার চোখের পলক দিয়ে
অন্ধকার ছাড়া কিছুই দেখা যায়  না
যে দৃষ্টি আমার ভালোবাসার  
সৃষ্টি কর্তা ছিলো , আজ সে বিবর্ণ
যেখানে এখন স্বপ্ন আবেশিত হয় না ।


যার হাসিতে কিছু ছাড়াই
নির্মিত হয়েছিলো সমস্ত কিছু
যার অতীত মুছে যাবার উপক্রম ,
আমার বাহুর উষ্ণতা , তার স্পর্শ
আমার ছেলেমানুষিতার পাগলামি
হারিরে গেছে সমস্ত আবেগী ভ্রম ।


শুরু থেকে শেষ পর্যন্ত
আমি ভেবেই যাচ্ছি তার সমস্ত
মিথ্যা প্রণয়ের বিভ্রান্তির দুনিয়াদারি
ভালোবাসি তাই , ভালো বেসে  যাই  
খারাপ হলেই আমি সেটাই বেশি ভালবাসি বলেই
এখনো , মুহূর্ত থেকে তোমাকে পূরণ করি ।