স্বপ্ন মাঝারে হিয়ার আকুতি
হরষে কামনা ধায় ,
বিজন পাথারে শূন্য গাথারে
পুস্প শোভা পায় ।
মরিনু আমি একাকীত্ব লয়ে
ক্রন্দন মালা গাঁথি ,
নয়ন আলোয় পরীর মেলা
হয়না কেউ মোর সাথী ।
সাধিনু কত সুশ্রী ষোড়শী
করিলো মোরে হেলা ,
দুঃখের ওজন বাড়িয়া দিল
কেউ করিলো খেলা ।
এমনি করিয়া যায় কিছু ক্ষণ
মনে পড়িলো পুরান স্মৃতি
প্রেম প্রণয়ের সাধ জাগে না
হারায় মায়ানুভুতি ।