মনের কথা গুলো বুকের ভেতর বাষ্প রুদ্ধ হয়,
কাউকে বলতে না পারা কষ্ট
মৃত স্বপ্ন গুলোর রুহ ধরে টান মারে,  
আটকাতে চেয়েও পারিনা।  
আকাশে মেঘ দেখেও বৃষ্টি ভেজার স্বপ্ন দেখি না,
আসলে আমি এখন আর কোন স্বপ্ন ই দেখি না,
সব অলস স্বপ্নেরা মিলে খেয়েছে আমার সমস্ত মেধাবী ভোর
অন্তহীন অপেক্ষার প্রিয়তম যৌবন,
টের পাইনি কখন
শরীরের আনাচেকানাচে ক্লান্তি নিয়েছে বসত,
চোখের চশমার লেন্সে শুধু স্মৃতি পুড়া হাহাকার !