আমার এই হাত দু'খানি ছুঁয়ে দেখো
আগুনের উত্তাপ টের পাচ্ছো?
ভয় নেই! তোমাকে পোড়াবনা একটুও।


ছুঁয়ে দেখো এই পাঁজরে ঘামের নির্যাস
এইখানে স্বপ্নেরা হামাগুড়ি দিয়ে বাড়ে নিঃশব্দে
অন্ধকারের জরায়ু ছিঁড়ে ভূমিষ্ঠ হয় সূর্যের আদল,
নির্বিগ্নে রাখো হাতের তালু এই চোখের পালকে
এইখানে ষড়যন্ত্রের উত্তান নেই,
বিশুদ্ধ অশ্রুপাতে তোমাকে একটুও ভেজাবোনা।


কিসের এতো ভয় তোমার
একটু পাশে এসে বসলেই কি তোমার অনাহত সতীত্ব
রোদের কিরণ লেগে ফেটে চৌচির হয়ে যাবে?


আমার রুহের সড়ক ধরে হাটতে তুমি দ্বিধান্বিত কেনো?
কাদামাটির সরস কার্পেটে মোড়ানো
আমার এই জোতস্নায়িত বারান্দায় পদচ্ছাপ রাখতে
তোমাকে এতো ভাবান্বিত মনে হচ্ছে কেন?


আমার এই হাত দু'খানি ছুঁয়ে দেখো
কিছু টের পাচ্ছো?
আমি এলিয়েন নই, মানুষ।