সেই কবে ঠিক মনে নেই,
যখন স্কুলের খাতায় স্বপ্ন বুনে
বুঝে না বুঝে লিখেছিলাম ডাক্তার হব,
তারপর প্রতিদিন স্বপ্নে সাঁতার কাটা
কখনো পাইলট, কখনো নাবিক,
ভাবিনি শুধু,
রিক্ত হাতে যায়না ছোঁয়া আকাশ।


স্বপ্ন বিভোর তন্ময়তায় যেপথ ধরে হেঁটেছি
তার শেষ ঠিকানা জানাছিলনা,
কৈশোরে যৌবন হাতে নিতে চেয়েছি নির্বিগ্নে,
আগুনের বুক চিরে ফাগুনের রঙিন উচ্ছাস খুঁজেছি,
ভাবিনি পোড়ে পোড়ে হয়ে যাব ছাই
বাতাসে অস্তিত্ব উড়ে যাবে- তিমির হ্রদে।


আজ দেখি চোখের কোণে টলমলে জল,
ললাট ঘামে অভিষিক্ত,
চারপাশে মৌন নির্জনতার অবাধ বিচরণ,
ঘাসের উপর নগ্ন পা'দুখানি শীতের শিশিরে স্নাত,
মাথার উপর বিশাল আকাশ বিকট শব্দে হাসছে,
আশেপাশে কেউ নেই
তীব্র শীতের রাত-
কাকে বলব একটু আগুন জ্বালো......?