সময়ের হাতে মানুষ যে কত অসহায়!


কে জানতো দুই হাজার বিশ সালটা এমন দুঃসময়
নিয়ে আসবে,
তৃতীয় বিশ্ব যুদ্ধের চেয়েও ভয়াবহ;
পারমাণবিক বোমার ভয় কোথাও নেই
তবু মানুষ হাঁসতে ভুলে গেছে,
ভালবাসতে ভুলে গেছে;


পথঘাট সুনসান, পাখিদের নেই কলরব
নেই হৈহুল্লোড় শিশুদের,
নেই মেলা, নেই উৎসব কোথাও;
রমনার বটমূলে বিষাদের ছায়া খেলে
পার্কের বেঞ্চে খাঁ খাঁ রোদ্দুর,


ট্রাফিক জ্যাম নেই, ঘরে ফেরার তাড়া নেই
ক্ষুধা আছে ঘরে ঘরে
চাল ডাল কিছু নেই;
আতংকে মানুষেরা...... রাতদিন ঘুমহীন।