আমার একটা ঘর চাই
ঘরের মত না হলেও চলবে,
চার দেয়াল, দরোজা জানালা-কার্নিশ, ভেনটিলেটর
উপরে ছাদ নিস্প্রয়োজন।
ফুলের টব, ঝুল বারান্দা, কার্পেট
খাট, পালন্ক, চেয়ার টেবিল, জানালার গ্রীল, পর্দা
এ সবের দরকার নেই,
দৈন্যতা থাকুক আমার চারপাশে অক্টোপাশের মত,
বিঝলী বাতিহীন নিগূঢ় তিমির অতন্দ্র প্রহরা
আমার বেশ ভালোই লাগে,


শুধু একটা ঘর,
আদলে না হোক ঘরের মত অলংকৃত,
বেড রোম ড্রয়িং রোমে আমার কোন কাজ নেই,
স্বপ্নায়ীত সাজ শয্যা, সোফা,আলমিরা, ফ্যান এসব ছাড়া।
একটু ব্যাথা ভরা হলেও চলবে।
গোলশান বনানী বারিধারা থেকে দুর
মফস্বলের কোন অচেনা শহরের কাদামাখা গলির ভেতর,
যেখানে নগ্ন পায়ে শিয়ালের হাক-ডাক রাত্রিদিন,
অথবা কোনো অজ পাড়া গায়ে হলেও নেই মানা।
  
শুধু একটা ঘর,
দরোজায় কলিং বেল আর
ভেতরে কেউ একজন নিরন্তর অপেক্ষমান
আমার ফেরার পথ চেয়ে দরোজার পাশে দাঁডিয়ে
হাসি মাখা চাঁদ মূখে ফুলের সুগন্ধ ছড়াবে,  যার চোখের নদীতে
স্নান করে আমি রোজ একবার নতুন করে যুবক হবো,
যার পাঁজরে হৃৎপিন্ড আমার শ্বাস প্রশ্বাসে চলবে
যার হাসির জোৎস্নায় আমি ভিজে ভিজে ক্লান্ত হবো,
যার যৌবনের স্নিগ্ধ পরশে আমি জনক হবো
হাজারো গীতান্জলীর।#