সব মিছিল থেমে গেছে
থমকে দাঁড়িয়ে গেছে পৃথিবীর সব কোলাহল।
শহরে শহরে কারফিউ,
ট্রাফিক জ্যামহীন রাজপথ
বাজারে জনস্রোত নেই,
গভীর রাতের স্তব্দতা হাঁটছে গোধূলির আলোয়;


স্কুলের আঙিনায় উদাস প্রহর
কতদিন দিন বাজেনি ঘন্টা, শিশুদের কলরবে
কতদিন হল ভাঙ্গেনি ঘুম;
খেলার মাঠে অনাহারী কাক নিঃশব্দে হাঁটে
আতংক বিভোর;
নদীর স্রোতে প্রাণহীন নিথরতা
আকাশে বিষণ্ণ মেঘ;
বাতাসে ঘন ক্লান্তির পরশ
মৌন অনশনে ফুলেরা ঝরে যাচ্ছে প্রতিদিন
বসন্ত উৎসবের নেই কোন খবর !


যুবকের চোখ বেয়ে নামে স্বপ্নহীন নিস্তব্ধ রাত,
আকাশে উদাসী চাঁদ
নিরস জ্যোৎস্না;
ভুল করে পৃথিবীর মানুষেরা
করে ফেলেছে দুঃসময়ের চাষ।।