ভালোবাসা
বড়ো অসময়ে তুমি এলে আজ ফুল হাতে
বিরহের ঠিকানায়,
গোলাপের ঘ্রাণে আমার যে এখন
ব্লাড প্রেসার বেড়ে যায়।


ভালোবাসা
তুমি কী পথ ভুলে বসন্তের ঠিকানার খুঁজে
এসেছো বিভোর সন্ধ্যাবেলা,
আমার যে এখন বসন্তে ভেজাতে মন
সংশয়ে কাঁপে পা থরথর...  
বড়ো ভয়, ভয় লাগে।


ভালোবাসা
বড়ো দুঃসময়ে মুখোমুখি এসে দাঁড়িয়েছো আজ!
গোধূলির রঙ মাখা শরীর ভাঁজ;
নিমগ্ন ক্লান্তি আর
আষাঢ়ের খরতাপে বিক্ষত অবয়ব,
আমার যে এখন আর ভালোবাসার তরঙ্গে ভাসিবার
দুঃসাহস নাই সঞ্চয়ে,
কেবল দীর্ঘশ্বাস...