শুধু মাত্র একটা রাত
তোমাকে ছাড়া, মনে হয় যেন
নিস্প্রভ চেতনার মেঘলা আকাশে উঠেনি সূর্য কোনদিন,
মনে হয় এই রাত আর হবেনা শেষ
হাজার বছর ধরে, নিথর পাথরের মত
গোমট অন্ধকারে নিষ্পেশিত হৃদয়ের স্পন্দন খুঁজে
তোমার উষ্ণ ঠোঁটের উন্মাদ করা গৌড়ী।


তোমাকে ছাড়া একটা রাত
বাহু ভরা দু:সহ ক্ষণ হাসে, উন্মাদ কষ্ট আমাকে ভাঙ্গে
আর টুকরো টুকরো করে পোড়ায় অস্তিত্বের শেকড়,
আমি মৃত্যু কামনা করি
অশ্রু ঝরিয়ে আপ্লুত নয়নে নিবিষ্ট অন্ধকার চিরে,
বিশ্ব বিধাতার অনুগ্রহে—
তোমাকে ছাড়া আমি আমার বিলুপ্তি কামনা করি।


তোমাকে ছাড়া রাতের নিস্তব্দতা অহর্নিশ অন্তর খুঁড়ে খুঁড়ে
যন্ত্রনার উদ্গীরণ বাড়ায়।
তন্দ্রা হারা চোখ আর তৃষ্ণা জ্বলা বুকে
তোমারই এক ফোঁটা সরষ স্নেহের স্পর্শ,
চুড়ির শব্দের মত ঘরময় তোমার গুঞ্জরন ছাড়া
আমার যৌবন জ্বলে নি:সঙ্গতার অনলে।


তোমাকে ছাড়া গোলাপে মুগ্ধতা নেই,
চাঁদনী নিস্প্রভ,
নিরষ বাতাসে ভেসে যায় আমার বসন্তকাল।


শুধু মাত্র একটা রাত তোমাকে ছাড়া
কতো দু:সহ, কতো ভয়ংকর,কতো কুৎসিত
কতোটা নিস্প্রান
আমি জানি আর জানে আমার একাকিত্ব।