উপলব্দির অন্তরালে থাকা কিছু ফিকে রঙ স্মৃতি
মাঝে মধ্যে টনক নাড়ে,
মন মহলে আচমকা এক অনভিপ্রেত ঝড় তুলে
ভেঙ্গে দিয়ে যায় বছরের ক্লান্তি সিক্ত নির্মাণ,
বুকের পাঁজর;
কখনও পাশে বসে আধাপাকা দাড়ি ছুঁয়ে দেখে নেয়
আমি কী সেই তার অনাবাদী জমির প্রথম চাষি!
তার মুগ্ধ পরশের আবেশে ভুলে যাই
ষাটের বারান্দা জুড়ে ঘন কালো মেঘের মিছিল......


এখনও রাতের নির্ঘুম নিঃসঙ্গতা ভেঙ্গে
ফাগুনি বাতাস কাপায় শরীরের অচল বেহালার তার,
মাঝে মাঝে অনুসৃত পথে নেমে যাই
ভুল করে, গভীর অন্ধকার আচ্ছাদিত চোখের সীমানা
তবু, খুঁজি বসন্ত বেলার ঘামে ভেজা রাত
কাঁচা ধানের তপ্ত খই
গোলাপের ঘ্রাণ আর মাঠির পেয়ালা ভর্তি মদিরার সুখ।