ফাগুন চৈত্র এলেও
বসন্ত  আসবে কিনা কে জানে !
প্রকৃতি ও প্রেমের আঙিনায় দুঃসময়ের গৃহস্থালি,
ফুলেও ধর্ষণ আতংক  
রক্ত জবা রাস্তায় বেরুতেই ভয় পায়
মানুষ আতংকে,
ঘরে বাইরে, বনান্তরে
নদী ও সমুদ্রে একচ্ছত্র আধিপত্য
লোলুপতার;


ফুলে ঘ্রাণ কই
বারুদের উল্লাসে সন্ত্রস্ত প্রজাতির দল,
পার্কের বেঞ্চে লোমহর্ষক তন্দ্রা মগ্ন দেখে
আকাশে নক্ষত্র উদাস,
অশ্রু স্নাত চোখে কুকিলের ঠোঁটের নিস্তব্ধতা
ঝরে ফাগুন প্রভাতে
ফুলেরা মুগ্ধতা হারিয়েছে
গণতন্ত্রের টানাপড়েনে,


ফাগুন এসেছে জেনেও নেই কোন আয়োজন
বিহঙ্গ মৌন, শিমুলের রঙ ফিকে
বৃক্ষ শাখে করাত কলের ভয়,
বাতাসে উচ্ছ্বাসের স্ফুলিঙ্গ নেই
চারপাশে কেবল বিষাদ নিথরতা স্তূপে স্তূপে...