বৃষ্টি হোক বা না হোক
তুমি এলে বিরহ ভুলে চাঁদ উঠে প্রেমিকার গালে,
মেঘলা আকাশে রোদ পাখনা মেলে...
সোনালী ধানের শিষ হাসিতে ফোটে
কিষাণীর তৃষ্ণার্ত চৌচির ঠোঁটে,


তুমি এলে কোকিল কণ্ঠে জাগে প্রেমিকার ভোর
বুকে বাজে শানাইয়ের সুর,
সবুজে পেখম মেলে উড়ে তৃষ্ণার্ত হাওয়া
বাঁশ ঝাড়ে বিহঙ্গ নেচে নেচে করে স্নান
শিশিরের জলে,


তুমি এলে
শীতের স্পর্শে খোলে যায় তোষকের দরাজ,
বট মুলে বসে মেলা,
কিশোরীর হাঁসি ছিঁড়ে ছিঁড়ে  আনন্দে মুখরিত সমীরণ
বাউলের গান, সোনালী ধানের ক্ষেত......
তুমি এলে
ভালোবাসা খুঁজে পায় রিক্ত কৃষকের মন।