চৌরাস্তার মোড়ে একদিন
শীতের ঘাগরা পরা অলস দুপুরে
হুড তোলা রিক্সার বেনাম সওয়ারি কাজল চোখে
এক ঝলক ছুঁয়েছিল মনের বন্ধ দরোজার কড়া,
নড়ে উঠেছিল পুরোটা ঘর
মৃদু ভুকম্পনে আমার উনিশ তলা ঘরের ছাঁদ ভাঙ্গলো,
দেয়ালে ফাটল - নির্ঘুম রাত;


তখনও অতটা বুঝিনি শরীরে আগুনের খেলা,
মন দেয়া নেয়া, ভালোবাসাবাসি,
চোখে চোখে পোড়াপোড়ি, দহন-যন্ত্রনা,
হৃদয়ে হৃদয় জোড়াজোড়ি, স্বপ্ন-কামনা,
আলিঙ্গন-সহবাস,
যৌবনের ছলা কলা ছিলনা তখনও জানা।


আজ চল্লিশের নির্ঘুম রাতে
সেই নিঃসঙ্গতা ভরা উনিশের অলস দুপুর
হুড তোলা রিক্সার বেনাম সওয়ারি কাজল চোখে
বুকের খোলা দরোজায় দাড়িয়ে, সেই অমলিন অবয়ব
ক্যানভাসে তার দীপ্ত যৌবন খিলে আছে,
আটারো বর্ষী,
আমি তার ভালোবাসার অগাধ জলে
আজ শুধু হাঁবুডুবু খাই......