কথাছিল ফুলেরা ফুটবে বারোটি মাস ধরে
ঘ্রাণে ঘ্রাণে কষ্টেরা সব হাসবে গ্রামের আঙন ভরে,
বৃক্ষ শাখে গাইবে পাখী নাচবে অবাধ উল্লাসে,
কথাছিল কৃষক জেলে নায়ের মাঝি
পথে পথে উদাস বাউল - পেট ভরে ভাত খেতে পাবে,
মরবেনা আর মানুষ কোনো পথেঘাটে যত্রতত্র।


কথাছিল স্বাধীন হলে দেশ
থাকবেনা আর কৃষাণ পাড়া খাজনা দেবার ভয়ে,
রাতের আঁধার করবে আদর ঘুম পাড়িয়ে মায়ের মত
সাজবে ঘর গোয়াল ভরা ধানে,
ভালোবাসায় ভাসবে মানুষ, স্বপ্ন চোখে হাসবে মানুষ
খুঁজবেনা কেউ আপন পর।


অনেক স্বপ্ন, অনেক কথার ভিড়ে বদলে গেছে ব্যথায়,
শাসন শোসন বদলেনি তো বদলে গেছে শাসক,
কষ্টেরা সব বদলেনি তো, অশ্রু ঝরা থামেনি তো;
পোড়ছে মানুষ দুষ্ট নীতির জরে,
জ্বলছে আগুন ভাতের থালে
শুধু বদলে গেছে হাত।


স্বাধীনতার এতো বছর পরও কেন
ভাতের কষ্টে জ্বলছে আমার সোনার বাংলাদেশ !