বুঝিনি অতটা তখন, প্রথম দেখাতেই
হয়ে যাবে প্রেম, যৌবন ছুঁই ছুঁই বয়সে
পুকুর পার ঘেঁষে খেলছিলাম লোকচুরি, এক সন্ধ্যায়,
যে দিন প্রথম মনের দরোজা ছুঁয়েছিল
এক বসনহীনা ষোড়শী স্নানের পর বিঝলির চমকে,
দু'চোখে লুটেছিলাম সে দিন বিধাতার শিল্পিত কারুকাজ;


তার ভেজা চুল বেয়ে নেমেছিল অন্ধকার
পুকুরের জলে, আমি ছিলাম নিমগ্ন জলের অতলে
এক অপরূপ হ্রদে,
স্বপ্ন বিভোর অতন্দ্র রাত, চোখ ভরা খাব
বুকে অচেনা উৎপাত, ভয়ে কাঁপা ঠোঁট দু'খানি খুঁজেছিল
কুয়াশার জলে পিপাসার নদী;


তখনও বুঝিনি
ভালোবাসা এমনি এক কাল বৈশাখী ঝড়ের নাম,
এলোমেলো করে যায় পথ ঘাট, ঠিকানা সম্বল
রুহের সড়ক ভেসে যায় বিরহের অতলে;


সেই পথ, সেই পুকুর ঘাট, সেই সন্ধ্যা বেলা
ক্যামেরার ফ্ল্যাশে আটকে থাকা সেই স্মৃতির রোমন্থনে
আজো মাঝে মাঝে বসন্ত ছুঁয়ে যায় মন।